ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ব্র্যাকের দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ১৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পুঁজিবাজারে স্বনামধন্য প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এবং দেশ সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি'র মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে রিসার্চ, পাবলিকেশন, দক্ষ জনবল তৈরিসহ আরো বেশ কিছু বিষয়ে সমঝোতা করা হয়।

১৫ নভেম্বর, সোমবার দুই প্রতিষ্ঠানের মধ্যকার এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান কার্যালয় গুলশানে।

সমঝোতা স্মারকে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষ থেকে স্বাক্ষর করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং পিএইচডি এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পক্ষ থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব আহসানুর রহমান।

এছাড়াও এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিজনেস স্কুল এবং অকসার থেকে উপস্থিত ছিলেন ডঃ স্যাং হুন লি, ডীন, ডঃ মুহাম্মাদ মুজিবুল হক, এসোসিয়েট ডীন, সাইফ হোসেন, ডিরেক্টর, বিবিএ প্রোগ্রাম, ডঃ সামিনা হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং তাহসিনা রহমান, জয়েন্ট ডিরেক্টর, ক্যাম্পাস লাইফ।

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ থেকে মোঃ সেলিম আফজাল শাওন, হেড অব রিসার্চ, কুমারেশ সাহা, হেড অব প্রিমিয়াম ব্রোকারেজ, মোঃ রকিবুল ইসলাম রুশো, হেড অব ডিজিটাল বিজনেস, এবং দুই প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড গ্রাহককে উন্নত সেবা প্রদানের পাশাপাশি পুঁজিবাজারে ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং প্রযুক্তিগত উন্নয়নে কাজ করে চলেছে। অন্যদিকে যুগোপযোগী ক্যারিয়ার ভিত্তিক মানসম্মত উচ্চশিক্ষা এবং শিক্ষার উন্নত পরিবেশ নিশ্চিত করতে নিরলস কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি।

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড গ্রাহককে উন্নত সেবা প্রদানের পাশাপাশি পুঁজিবাজারে ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং প্রযুক্তিগত উন্নয়নে কাজ করে চলেছে। অন্যদিকে যুগোপযোগী, ক্যারিয়ার ভিত্তিক মানসম্মত উচ্চশিক্ষা এবং শিক্ষার উন্নত পরিবেশ নিশ্চিত করতে নিরলস কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি।

সমঝোতার ফলে ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে রিসার্চ, পাবলিকেশন, ইএসজি সক্ষমতা বৃদ্ধি, পুজিবাজারে দক্ষ জনবল তৈরি এবং যুগোপযুগী সেবা এবং প্রসারের লক্ষ্যে কাজ করবে। তাছাড়া আরেকটি চুক্তির মধ্য দিয়ে ব্র্যাক ইউনিভার্সিটি এর ছাত্র-ছাত্রীদের পুঁজিবাজারে কাজের সুযোগ করে দিবে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি